এত সুন্দর সকাল
কখন এসে জানালায়
চুপিসারে দাঁড়িয়ে রয়েছে
জানতে পারিনি।

উদ্ভাসিত শুভ্র সুনীল আকাশ
ঝিলঝিলে দখিনা বাতাস
কী যে ভালোলাগায় ভরে ওঠে মন
আহা কতকাল
এরকম মধুর সকাল দেখিনি!

এরকম ভোরবেলা
মনে পড়ে ছেলেবেলা
মুয়াজ্জিনের আগে জেগে
শিকারি কুকুর কাঁটাতার
চেগারের বেড়া ডিঙিয়ে
জিতেন নিয়োগীর বাগানে
ফুল ফোটাতামফুলচোর।

আহা রে আমার লাল গোলাপ শৈশব
অমলিন ফুটে আছ বুকের বাগানে
গোলাপ-ফোটানো এই কুসুমিত হাত
সময়ের বিষাক্ত বারুদ বারবার
সাজিয়েছে বিক্ষুব্ধ স্বদেশ
গুজে দেয়া হয়নি একটি গোলাপ কারো কবরীতে

আজ এই নিটোল সকালে
যমুনার পাড়ভাঙা বেদনার মতো বেজে ওঠে বুকে
সেইসব অপূর্ণ বাসনার হাহাকার!