তোমার মধুর কণ্ঠস্বর আর বেজে ওঠে না
সময় অসময় অভিমানী মোবাইল বহুদিন
তাই নিস্তব্ধ পড়ে আছে ঘরে।

বিকল চার্জার সারাবার মন নেই আদৌ
যে কেউ আমাকে পেয়ে যায় যখন তখন
যেখানেই খুশি অথচ তোমাকে আমি পাই না
তাহলে কি প্রয়োজন এই অহেতুক চলমান ধরাপড়া ফাঁদে?

উপরন্তু গ্রামীণ রাখেনি কথা তোমারই মতো
তুমি করেছো যোগাযোগ বন্ধ আর সে বসিয়েছে ইনকামিং
তোমাদের যৌথ প্রতারণার বিষে
আমার সিমেন্স বধির বনেছে খুব দু\খে।

খুব ইচ্ছে করে আগের মতোই যেখানে সেখানে
বেলা অবেলায় সময় অসময়ে বেজে উঠুক
চাকের মধুর মতোন তোমার গাঢ় কণ্ঠস্বর
ইচ্ছে করে দীর্ঘ পথ যতদূর ফ্রিকোয়েন্সি
একান্ত কথোপকথনে মগ্ন হই আবার দু’জনে।

আমি জানি চার্জার টার্জার ওসব লাগহবে না কিছুই
শুধু তুমি কথা বললেই বেজে উঠবে আবার
আমার বিকল অভিমানী মোবাইল।

২৯.৮.৯৯
ঢাকা