অপেক্ষায় অপেক্ষায় থাকি বুঝি কোথাও কেউ
আছে অপেক্ষায় বুকে তারও নাচে অপেক্ষার ঢেউ
সহসা শ্রাবণ থেকে বৈশাখের হাতছানি হায়
কতোদিন কতোকাল একটি জীবন কেটে যায়

দূরে কাছে কেউ আছে একদিন ডেকে নেবে কাছে
ভাবভণিতাবিহীন জীবনের সব ক্লান্তি মুছে
আশ্চর্য আলোর রং ছড়িয়ে চোখে বলবেÑ এসেছ
কতখানি অপেক্ষার শেষে আজ নিকটে বসেছ

এরকম সবারই অন্তরালে থাকে হাহাকার
কুয়াজল দাবদাহ নিয়নের নিচে অন্ধকার
হাত রাখা হাত সাঁড়াশির মতো চেপে ধরে প্রাণ
অথবা জীবন কেড়ে নেয় জীবনের মুক্ত ঘ্রাণ

ঘাসফড়িংয়ের মতো সবুজের কাছে কে না ছুটে
যেতে চায়, পারে কি সবাই মরে কেউ মাথা কুটে
কেউ চায় ভেঙে ফেলতে দুর্বিনীত কেউ ভেঙে ফেলে
কেউ ওড়ায় বিজয় কেতন কেউবা ধ্বংস ঠেলে!

অপেক্ষায় আছি কারো ডাক শুনবার অপেক্ষায়
কে যেন ভাঙছে প্রতিকূল দেওয়াল অবজ্ঞায়।

০৮.০৪.২০১১ সেগুনবাগিচা