রকেটের চেয়ে দ্রুতগামী তোমার পা
যখন মিছিলে হাঁটো তুমি।
জঙ্গি বোমারু বিমানের মতন গর্জনে উৎফুল­ কণ্ঠ
এফ সিক্সটিনের মতো উত্তোলিত বজ্রমুষ্ঠি।
যখন মিছিলে হাঁটো তুমি
বাতাসে তোমার চুল আর শাড়ির আঁচল
ওড়ায় পতাকা।

এত নিরাভরণ তবু অপরূপা হয়ে ওঠো
ভোরের সূর্যের মতো প্রতিবাদে রাঙা ঠোঁট
নিপুণ বিক্ষোভে বাঁকা ভ্রƒজড়িমা
কী প্রগাঢ় ভালোবাসা বেদনায় উজ্জ্বল তোমার চোখ।

যখন মিছিলে হাঁটো তুমি
প্রকৃতির সব শোভা রূপ লাবণ্য
যেন ধ্যানমগ্ন তোমারই অঙ্গে অঙ্গে
এত সুন্দর তোমাকে আর কখনো লাগে না।

আন্দোলিত বুকের উপমা তোমার
উত্তাল বঙ্গোপসাগরের ঢেউ
তোমার সমস্ত কমনীয় কুসুম
দুর্জয় বাংলার পাহাড় ও উপতক্যার
প্রতিরোধের প্রতীক।

জানি তুমি যুদ্ধক্লান্ত সৈনিকের শীতল অবগাহনও
আমি তোমার প্রতিই অনুগত করি আমার মনীষা
প্রেম আর প্রজ্ঞা আমার হৃদয়-বৃন্ত দল মেলতে চায় তোমারই
নীলসরোবরে।

প্রতিদিন তুমিই আমার স্পর্শ করো আতপ্ত আঙুল
প্রতিদিন তুমিই আমাকে আলিঙ্গনে তৃপ্ত করো
তুমিই আমাকে নতুন প্রজন্ম দাও তোমার জরায়ু চিরে।

এত লোভ, এত রিরংসা তোমার প্রতি
আর কখনোই অনুভব করি না
যখন মিছিলে হাঁটো তুমি;
প্রকৃতি তোমার ধ্যানস্থ
শুধু তখনই আমার সমস্ত পঞ্চেন্দ্রিয় অতিরিক্ত
সজাগ তোমার প্রতি আকর্ষণে, ঈর্ষায় লোভে, কামনায়,
ভালোবাসায়, সংগ্রামে।