আমাদের কাঁধে যখন দুর্দান্ত স্টেনগান
হৃদয়ে বারুদ আর হাতে উন্মত্ত গ্রেনেড
ভয়ংকর প্রতিশোধে প্রজ্বলিত ক্ষীপ্র চোখ
নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দুঃসাহসী ব্যাঘ্র।

আমরা তখন বিতাড়িত জন্মভূমি থেকে
আমরা যখন যুদ্ধ করছি মাটির জন্য
আমরা যখন পরাধীন শৃঙ্খল ভাঙছি
আমরা যখন মাতৃভূমির আঁচলহীন।

আসামের নীলাকাশ মেলে দিয়েছিল ছায়া
অসম পাহাড় দিয়েছিল শত্র“র আড়াল
অভয়ারণ্যের পাখি শুনিয়েছিল মুক্তির গান
আর জনগণ অকৃত্রিম উষ্ণতম ভালোবাসা।

আসামের মুক্তিযুদ্ধ আমাদের যুদ্ধ তাই
পৃথিবীর সব মুক্তির উত্থানে পূর্ণ সমর্থন
আর প্রাণঢালা ভালোবাসা দেবে বাংলাদেশ।

আসামের মুক্তিসৈনিকের মুক্তি আজ
আমাদেরও প্রাণের দাবি,
এসো আজ বারো কোটি মানুষের পক্ষ থেকে
আমরাও তুলি তুমুল আওয়াজ

অনুপ চেটিয়াকে ফিরিয়ে দাও উলফার কাছে
স্বাধীনতাপ্রিয় যোদ্ধা যে-কেউ স্বাধীন সার্বভৌম
বাংলাদেশে পেতে পারে নিরাপদ আশ্রয়।

বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও পৃথিবীর দেশে দেশে
ভিটেমাটি উচ্ছেদ উদ্বাস্তু বেশে শরণার্থী
শিবিরে শিবিরে অসহায় ঘুরে বেড়িয়েছে।
আমাদের মুক্তিসংগ্রামের অকৃত্রিম
বন্ধুদের ঠাঁই তাই কারাগার নয়
রাষ্ট্রীয় অতিথি ভবনের সুরভি-বাগান।

অনুপ অনুপ্রবেশী নয় হৃদয়-প্রবেশী মুক্তিযোদ্ধা
অনুপ চেটিয়া’র মুক্তি চাইÑ
মুক্তি চাই
মুক্তি চাই।