আমাকে খুঁজেছিল মঙ্গোলাম পান্ডের কার্তুজ
আমাকে খুঁজেছিল পলাশীর অস্তমিত সূর্যের শেষ লাভা
আমাকে খুঁজেছিল আজাদ হিন্দের সশস্ত্র প্রস্তুতি
আমাকে খুঁজেছিল বলিভিয়ার গভীর জঙ্গলে বুলেট বিদ্ধ বিপ্লবীর অন্তিম মুহূর্ত
আমাকে খুঁজেছিল মুক্তির প্রসব বেদনা অস্থির একাত্তর
আমাকে খুঁজেছিল শ্রেণীযুদ্ধে ভয়ংকর নকশালবাড়ি
আমাকে খুঁজেছিল অবরুদ্ধ আত্রাইয়ের দিশেহারা নিরস্ত্র কৃষক
আমাকে খুঁজেছিল চোখহাত বাঁধা বুলেট ঝাঝ্রা পেয়ারাবাগান
আমাকে খুঁজেছিল নিঃশঙ্ক ফাঁসির মঞ্চে ‘বিপ্লব দীর্ঘজীবী হোক’
আমাকে খুঁজেছিল সোমালিয়া হারজেগোভেনিয়ার বিদ্ধস্ত মানবতা
আমাকে খুঁজেছিল আফগানিস্তানের ধর্ষিতা কিশোরী
আমাকে খুঁজেছিল গুয়ান্তানামো বন্দিশিবিরের নিরপরাধ মানবাত্মা
আমাকে খুঁজেছিল বারবার কুচকাওয়াজের নিচে থেঁতলে যাওয়া বিপন্ন স্বদেশ
আমাকে খুঁজেছিল অলৌকিক ভূতগ্রস্ত শিম্পাঞ্জীদের উন্মত্ততাভীত মানুষ
আমাকে খুঁজেছিল ভয়ংকর হাঙর-কুমির গ্রাসিত জনপদÑ

ব্যর্থতার নিষ্ফল আগুন বারবার তোমাদের প্রতিক্ষায়…

২০ মে ২০০৯, ঢাকা