দাও আরো দুঃখ দাও, অধিক দুঃখিত করো এই বুক,
দুঃখের আমূল ছোরা বসিয়ে দাও পাঁজরে
চির দুঃখভরা বুক তবু তুমি কেন সুখস্পর্শ দিতে চাও?

অ্যাকুরিয়ামের মাছের মতন
সুদৃশ্য বুদবুদ জীবন আমার নয়;
আমি কি দেখিনি যুবক-বুকের রক্তের ফিন্কি
পুঁজে ঘায়ে ক্লিন্ন অবহেলিত মুমূর্ষু জীবন
নগ্ন ভিখারিনীর অসহায় আর্তনাদে বিবস্ত্র স্বদেশ?

আমি কি দেখিনি প্রস্তর-সৌকর্য ঘেরা
আভিজাত্যের আড়ালে গণিকা সভ্যতা
প্রাচুর্যে পাঁজরে কিলবিল কীট!

তবু কেন হাতছানি দাও সেই সুখ-প্রপঞ্চের
সেই মিথ্যা মরীচিকার?

দাও আরো দুঃখ দাও অধিক দুঃখিত করো
দুঃখের শাণিত ইস্পাতে টুকরো টুকরো করো এই বুক
অস্থিমজ্জা হাড়ে জ্বালো দুর্বিনীত দুঃখের দহন
দুঃখের আগুনে পোড়া শ্মশান স্বদেশে
জ্বলুক প্রত্যেক বুক-কষ্টের আগুন।