এক আকাশের নিচে একই শহরে
মাত্র দশ টাকা রিক্শা ভাড়ার দূরত্ব
বাড়িঘর ঠিকানাও জানা আছে বেশ
কলিংবেল টিপলেই দরজায় দাঁড়াবে বিস্ময়ে!

ফোন নম্বর মুখস্থ ঘোরালেই তোমার
মধুর কণ্ঠস্বর শোনা যাবে।
ভীষণ তোমাকে দেখতে ইচ্ছে করে
মায়াময়ী সেই চোখে চোখ রেখে
অবিরত কথা বলে যেতে মন চায়।

কী প্রচণ্ড সেইসব ইচ্ছেগুলো
মাথা চাড় দিয়ে ওঠে যখন-তখন
কিভাবে নিজেকে সামলাই তখন
তবু তোমার বাড়ির দরজায় পৌঁছানো হয় না আমার
তবু তোমার নম্বরে বেজে ওঠে না আমার আর্দ্র কণ্ঠস্বর
অচেনা পাখি যে এক ডেকে ডেকে বলে যায় শুধু…
মায়াবী এখন অন্যখানে অন্য কারো ঘরে।

৮.৫.৯৩ ঢাকা