ঘুমিয়ে পড়ার মতো
সৌম্য শান্ত হয়ে পড়ে থাকি
তোমার নরম বুকে।
তুমি কি অচিন জাদুকরি
সুধাভাণ্ড সঞ্চিত রাখো
সুশীতল গভীর সরোবর
অস্থির আতপ্ত সর্বাঙ্গ
জড়িয়ে দাও নিমেষেই।

তোমাকে ত্চ্ছু করে কে এমন শক্তিধর?
তোমার পায়ের কাছে গড়াগড়ি যায় রাজাসন
অনেক হৃদয় মূল্যেও তোমাকে যায় না পাওয়া
যদিও পণ্যের মতন কেউ কেউ বেচা-কেনা
করতে চায়।

ভালোবাসি অন্যরকম অন্যকিছু-নিটোল হাসি
ঝলমল তিল কস্তুরির মতো বুকের সুঘ্রাণ
সবুজ পাহাড় বেয়ে নেমে আসা নির্ঝরিণী
সুবাসিত হৃদয় সৌরভ।

তোমার অনাদর অবহেলায়
লণ্ডভণ্ড করে দিতে চাই সবকিছু
অশরীরী ক্রুদ্ধ অসুর গর্জে ওঠে রক্তে
চুঁয়ে পড়া তোমার এতটুকু প্রেমে
সক্রুদ্ধ বাইসন সুসভ্য মানুষ হয়ে যাই
সৌম্য শান্ত পড়ে থাকি এক অনাবিল
ছায়াবৃক্ষ তলে।

মার্চ ‘৯৩ ঢাকা