কোথায় তুমি মা মনি?
সারাবাড়ি তোমার স্মৃতি
এঘর ওঘর ইতিউতি
ড্রইংরুমে তোমার ছবি
শোবার ঘরে তোমার ছবি
কি মধুর ছড়িয়ে হাসি
কেবল তোমার মায়া বাড়ায়
পুতুলগুলো খেলনাগুলো
সারা গায়ে একটু ধুলো
যাকে যেখানে রেখে গেছো
যাকে যেমন বলে গেছো
আছে সবাই প্রতিক্ষাতে
মিলবে কবে তোমার সাথে
হুলো বেড়াল ছাগল ছানা
খরগোসের কানটা টানা
ভাল­ুক হাতি কুকুর টমি
কাঁদছে সবাই নেই যে তুমি
গোলাপি সাদা মিষ্টি তোমার
সেলফ টেবিলে বই খাতা অন্য সবার
একই কথা অগ্নি ওগো গণি মিয়া
খেলবে কবে আমাদের নিয়া।